করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক উমর। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু, সর্বশেষ পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে তার। শুক্রবার (৫ জুন) সুস্থ হওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি নিজেই।
করোনার বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের খেয়াল রাখুন, প্রত্যেকের কাছে এটাই আমার আবেদন। কোভিড ১৯-কে সিরিয়াসলি নিন সবাই। সামাজিক দূরত্ব আর সতর্কতা ব্যবস্থা নিতেই হবে সবাইকে।’
তিনি আরও বলেন, ‘দুই সপ্তাহ আগে নিজেকে একটা ঘরে বদ্ধ করে ফেলেছিলাম। শিশুদের ও পরিবারের বয়স্ক লোকদের থেকে একেবারে দূরে ছিলাম। করোনা হলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই মানুষের। আমি বলব, সবাই যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেন।’
২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় তৌফিকের। অভিষেকেই বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। শুরুটা আশা জাগানিয়া হলেও নিজেকে পরে আর ধরে রাখতে পারেননি।
সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট ও ২২টি ওয়ানডে খেলে অবসর নেন তিনি। ৪৪ টেস্টে করেছেন ২৯৬৩ রান আর ২২ ওয়ানডেতে ৫০৪ রান। ওয়ানডতে কোন সেঞ্চুরি না থাকলেও ৭টি সেঞ্চুরি রয়েছে টেস্টে।
পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে এর আগে দু’জন প্রথম শ্রেণির ক্রিকেটারের মৃত্যু হয়েছে। তারা হলেন করাচির রাজু শেখ ও পেশোয়ারের জাফর সরফরাজ। ৪৩ ম্যাচে ১১৬ উইকেট নেওয়া লেগস্পিনার রাজুর মৃত্যু হয়েছে চলতি সপ্তাহের গোড়ায়। ৫০ বছর বয়সি জাফর সরফরাজের মৃত্যু হয়েছে এপ্রিলে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]