নিজ দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের বিপক্ষে সাইবার অপরাধে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাকে অভিযুক্ত করেছে পাকিস্তানের সাইবার ক্রাইম শাখা।
মিথ্যা অভিযোগ করায় শুক্রবার (৫ জুন) শোয়েবকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সাইবার ক্রাইম শাখা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব শব্দ শোয়েব ব্যবহার করেছে তা সঠিক নয় বলে মনে করছেন পিসিবি’র সদস্যরা। তাই পিসিবি’র সদস্য শাকিল শেখ, নোমান বাট, তারিখ সারওয়ার এই ব্যাপারে শোয়েবকে সরাসরি অভিযুক্ত করছেন।
এছাড়া পিসিবি-র আইনি পরামর্শদাতা তোফাজ্জল রিজভীর বিপক্ষেও অভিযোগ করেছিলেন শোয়েব। এরপর তার বিপক্ষে পাকিস্তানি মুদ্রায় ১০০০ কোটি রুপির মানহানির মামলা করেন রিজভী। এছাড়া উমর আকমলকে নিষিদ্ধ করায় বোর্ডকে অদক্ষ বলে কটাক্ষ করেছিলেন তিনি। তখনও তাকে সাবধান করা হয়েছিল কিন্তু শোয়েব তা আমলে নেননি।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব বলেন, ‘আমার চ্যানেলে পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্যই মন্তব্য করেছি। কোথায় উন্নতি দরকার, সেটাই চিহ্নিত করে দিতে চেয়েছি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]