জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে আইসোলেশন সেন্টার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ০৫ জুন ২০২০
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে আইসোলেশন সেন্টার

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনে দেশের সকল ক্রীড়া কমপ্লেক্স এবং স্টেডিয়াম ব্যবহার করা হবে বলে আগেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবার সেই ধারাবাহিকতায় দেশের বেশ কয়েকটি ক্রীড়া স্থাপনা প্রস্তুত করা হচ্ছে। যার মধ্যে অন্যতম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং মিরপুর ইনডোর স্টেডিয়াম।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়া চট্টগ্রাম বিকেএসপি, মিরপুর ইনডোর স্টেডিয়াম, গুলশান শুটিং কমপ্লেক্স, রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রস্তুত করা হচ্ছে।

এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, প্রয়োজনে যেকোনো সময় এগুলোকে কোয়ারেন্টিন সেন্টার, আইসোলেশন সেন্টার বা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।

জানা গেছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের করপোরেট বক্সগুলো শুধু আইসোলেশন সেন্টারের জন্য ব্যবহার করা হতে পারে। বিদেশ ফেরত যাত্রীদের সেখানে রাখা হতে পারে। তবে মাঠ বা ড্রেসিংরুম ব্যবহার করা হবে না। এছাড়া ১ জুন থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অধীনে চলে যাওয়া গুলশানে জাতীয় শুটিং কমপ্লেক্সেও বিদেশ ফেরত যাত্রীদের রাখা হতে পারে।

বাংলাদেশ লকডাউন ‌‘সীমিত; আকারে তুলে দিলেও প্রতিদিনই নতুন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী বুধবার (৩ জুন) পর্যন্ত বাংলাদেশে ৫৫ হাজার ১৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ভালো হয়েছেন ১১ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৭৪৬ জন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের রেকর্ড কেমন?

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের রেকর্ড কেমন?

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

ক্রিকেট ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

ক্রিকেট ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

যেকোন কন্ডিশনে যেকোন দলকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

যেকোন কন্ডিশনে যেকোন দলকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ