সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডে টালমাটাল পুরো বিশ্ব। রাজপথ থেকে খেলার মাঠ সব জায়গায় একটাই আকুতি ‘ফ্লয়েড হত্যার বিচার চাই’। লিভারপুলের মতো এবার প্রতিবাদ জানিয়েছে চেলসিও।
মঙ্গলবার (২ জুন) অনুশীলনের সময় মধ্যমাঠে হাঁটুগেড়ে ‘এইচ’ আকৃতি গঠনের মাধ্যমে এই নৃশংসতার প্রতিবাদ জানায় ক্লাবের ফুটবলাররা। ‘এইচ’ দ্বারা তারা হিউম্যান বা মানুষ নির্দেশ করেছে।
এমন মহামারিকালে এই ন্যাক্কারজনক ঘটনা সত্যিই দুঃখজনক বলে জানিয়ে দলটির গোলরক্ষক কেপা। টুইট করে তিনি বলেন, ‘অনেক হয়েছে, এবার আমরা সবাই এক হচ্ছি। আর এভাবে চলতে দেওয়া যায় না।’ নিউক্যাসল শিবিরেও হাঁটুগেড়ে ‘আমরা সবাই এক’ হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করেছে।
মিনিয়াপোলিস ট্র্যাজেডির সপ্তম দিনেও আশার কথা শোনায়নি যুক্তরাষ্ট্র সরকার। এদিকে, ফুটবল দুনিয়ার সকল ক্লাবই তাদের ফুটবলারদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে। ফিফার তরফ থেকে প্রশাসনের প্রতি এক বার্তায় কোন ফুটবলারকে এই ইস্যুতে গ্রেফতার না করার কথা জানিয়েছে সংস্থাটি।
এদিকে ‘রেড ডেভিল’ দূর্গের দুই অদম্য সেনানী পল পগবা এবং মার্কাশ র্যাশফোর্ড উভয়েই এই নরকীয় হত্যালীলার তীব্র নিন্দা করেছেন। করোনা অতিমারিতে দুঃস্থ মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ানো র্যাশফোর্ড বলেন, ‘এই সঙ্কটে যখন আমরা সবাইকে একত্রিত হতে বলছি, তখন এসব কি হচ্ছে? কৃষাঙ্গরাও মানুষ, তাদের সংস্কৃতিতে সকলের সম্মান করা উচিত।’
পগবা ইনস্টাগ্রামে জানান, ‘এই বিষয় নিয়ে আমার খুব রাগ হচ্ছে, পাশাপাশি ফ্লয়েড এবং তার পরিবারের জন্য খারাপ লাগছে। বর্ণবিভেদ আজ সবখানে, মাঠ থেকে স্কুল! অনতিবিলম্বে এই ঘৃণ্য মানসিকতা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।’
ক্রীড়াক্ষেত্রে বর্ণবৈষম্যের প্রভাব বেশ পুরোনা ঘটনা। দক্ষিণ আফ্রিকাকে এর জেরে অনেককাল থাকতে হয়েছিল খেলার বাইরে। গলফ তারকা টাইগার উডসের ভাষ্য, ‘জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা স্তব্ধ করে দেওয়া এক বিপর্যয়। সশস্ত্র প্রতিবাদ বন্ধ করে শান্তির ডাক দিচ্ছি আমি, প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমার। কিন্তু এ ক্ষেত্রে সেই সীমানা তারা ডিঙিয়ে ফেলেছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]