কৃষ্ণাঙ্গ সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিশ্ব ক্রীড়াঙ্গন। সেই ক্ষোভে যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বলেন, বর্ণবিদ্বেষ শুধুমাত্র ফুটবলেই সীমাবদ্ধ নেই, তা পুরোদস্তুর ক্রিকেটেও রয়েছে।
আমেরিকা জুড়ে ফ্লয়েডের হত্যা নিয়ে শুরু হয়েছে ‘ব্ল্যাক লিভস ম্যাটার্স’ প্রতিবাদ। ক্যারিবিয়ান তারকা তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, ‘প্রত্যেকের বাঁচার অধিকারের মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে। সবার জীবনের মূল্য সমান। বর্ণবিদ্বেষীদের প্রতি ধিক্কার। কৃষ্ণাঙ্গদের বোকা ভেব না। কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদের ছোট ভেবে নিচে নামিও না।’
তিনি আরও লিখেন, ‘সারা বিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। শুধুমাত্র আমি কৃষ্ণাঙ্গ বলেই আমাকে তার শিকার হতে হয়েছে। বর্ণবিদ্বেষ শুধুমাত্র ফুটবলেই আবদ্ধ নেই, তা ক্রিকেটেও আছে। এমনকি দলের মধ্যেও। গায়ের রং কালো বলে অনেক সময় দোষী সাব্যস্ত হয়েছি। কিন্তু আমি কৃষ্ণাঙ্গ বলেই শক্তিশালী ও গর্বিত।’
শুধু গেইল নয় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছেন লিভারপুল ফুটবল দল। এছাড়া প্যাডারবর্নের বিপক্ষে হ্যাটট্রিক উদযাপনে কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি করেন বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ উইঙ্গার জর্ডান সানচো, মরোক্কোর আন্তর্জাতিক ফুটবলার আশরাফ হাকিমি, বরুশিয়া মনচেনগ্লাবাখ এর ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরাম, শালকের মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনিসহ আরও অনেকে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]