যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যানের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে প্রাণঘাতি এ ভাইরাস থেকে প্রতিমন্ত্রী সুস্থ রয়েছেন।
সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গানম্যানের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে গত ১০ দিন তিনি প্রতিমন্ত্রীর সাথে ছিলেন না। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলে সুস্থ আছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলে নিয়মিত অফিস করছেন এবং তার নির্বাচনী এলাকায় গমন করছেন। একই সঙ্গে জনগণের খোঁজ-খবর নিচ্ছেন।
এছাড়া প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকে (সোমবার) আমার গানম্যানের করোনা পজিটিভ এসেছে। সে গত দশদিনের ছুটি নিয়ে ৯ দিন যাবত বাড়িতে আছে। আমি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমি নিয়মিত অফিস করছি এবং নির্বাচনী এলাকায় জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে প্রতিনিয়ত কাজ করার এবং সকলকে সার্বিক সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।আলহামদুলিল্লাহ, আমিসহ আমার পুরো পরিবার ভালো আছে। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]