জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার এস এম সালাউদ্দিন আহম্মেদ (৬২) মারা গেছেন। রোববার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফুটবলার সালাউদ্দিনের ভাতিজা মহাইমিনুল আহম্মেদ রাতুল মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার চাচা রোববার ভোর ৪টার দিকে মারা যান। তার নিউমোনিয়া হয়েছিল। প্রচণ্ড জ্বর থাকায় করোনাও পরীক্ষা করা হয়। তবে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
সালাউদ্দিনের নামাজের জানাজা বাদ জোহর স্থানীয় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
মরহুম সালাউদ্দিন নারায়ণগঞ্জের ওই এলাকার সাইজ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি নারায়ণগঞ্জ সদর থানার যুবলীগের সভাপতিসহ স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সাবেক ফুটবলার সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
এর আগে শনিবার (৩০ মে) না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানি হেলাল। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার (২৮ মে) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]