ফুটবলার হেলালের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ এএম, ৩১ মে ২০২০
ফুটবলার হেলালের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সদস্য এবং ঢাকা আবাহনী লিমিটেডের অন্যতম পরিচালক গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শনিবার (৩০ মে) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রাব্বানী হেলালের ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বরিশাল থেকে ওঠে আসা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীতে খেলেছেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানোর পর আবারও ফিরে যান সেখানে এবং ক্যারিয়ারে পুরো সময়ই কাটান আবাহনীতে। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছিলেন তিনি। এছাড়া ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় দলে খেলা শুরু করেন। ২০০৮ সালে বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

জীবন-যুদ্ধে হেরে গেলেন সাবেক ফুটবলার হেলাল

জীবন-যুদ্ধে হেরে গেলেন সাবেক ফুটবলার হেলাল

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

মেসি-রোনালদোকে টপকে সেরা উপার্জনকারী ফেদেরার

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব