জীবন-যুদ্ধে হেরে গেলেন সাবেক ফুটবলার হেলাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ এএম, ৩১ মে ২০২০
জীবন-যুদ্ধে হেরে গেলেন সাবেক ফুটবলার হেলাল

মস্তিস্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল (৬৩)। শনিবার (৩০ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ মে) স্ট্রোক করলে গোলাম রাব্বানী হেলালকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি বমি করেন এবং অচেতন ছিলেন। পরে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গোলাম রাব্বানী হেলাল ভাতিজা গোলাম কাইফি জানিয়েছেন, চাচা স্ট্রোক করার পর অনেক রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে চিকিৎসরা জানিয়েছিলেন। তারা এও বলেছিলেন, চাচার ফিরে আসার সম্ভাবনা কম। বিদেশে বা অন্য কোনো হাসপাতালে নেওয়ারও সুযোগ ছিল না।

বরিশাল থেকে ওঠে আসা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল ১৯৭৫-১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীতে খেলেছেন। মাঝে আড়াই মাস বিজেএমসিতে কাটানোর পর আবারও ফিরে যান সেখানে এবং ক্যারিয়ারে পুরো সময়ই কাটান আবাহনীতে। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হয়েছিলেন তিনি। এছাড়া ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে জাতীয় দলে খেলা শুরু করেন। ২০০৮ সালে বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের ১১ মাস পর প্রাইজমানি পাচ্ছে টাইগাররা

বিশ্বকাপের ১১ মাস পর প্রাইজমানি পাচ্ছে টাইগাররা

ফুল হাতে ভি-চিহ্ন, বাসায় ফিরলেন কোচ আশিকুর

ফুল হাতে ভি-চিহ্ন, বাসায় ফিরলেন কোচ আশিকুর

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল