চালু হবে না ফ্রান্সে বন্ধ হওয়া ক্রীড়া মৌসুম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ এএম, ৩১ মে ২০২০
চালু হবে না ফ্রান্সে বন্ধ হওয়া ক্রীড়া মৌসুম

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপেন, ছবি : রয়র্টাস

করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ক্রীড়া মৌসুম নতুন করে আর শুরু হবে না বলে নিশ্চিত করেছেন ফরাসী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপেন। তিনি বলেন, আমার মনে হয় না এটা আর সম্ভব। আশা করছি, স্বাভাবিক পরিস্থিতিতে আগামী মৌসুম শুরু করতে পারবো।

ফ্রান্সে সম্প্রতি লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে। এর ফলে দুই মাসের স্থবিরতা কাটিয়ে জীবনযাত্রাও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ফিলিপেন মনে করেন, এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন স্পোর্টস লিগগুলো চালু করার কোন সম্ভাবনা নেই।

সরকারের চাপের মুখে ইতোমধ্যে ফ্রেঞ্চ লিগ ওয়ানের মৌসুম গত ৩০ এপ্রিল শেষ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ করোনা মহামারী কাটিয়ে বুন্দেসলিগা মাঠে ফিরেছে এবং স্প্যানিশ ও প্রিমিয়ার লিগ মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে।

লিগ ওয়ানের ক্লাবগুলো জুনে মাঠে ফেরার আশা করছে। ২০২০-২১ মৌসুম আগস্টে শুরু হবে বলে ঘোষণা এসেছে। ফুটবল মৌসুম শেষ হয়ে গেলেও শীর্ষ ১৪টি রাগবি ক্লাব তাদের প্লে-অফ ম্যাচগুলো শেষ করার আশা করছে।

ফিলিপেন অবশ্য জানিয়েছেন, কঠোর মেডিকেল প্রোটোকল মেনে চলতি বছরের ২ জুন থেকে পেশাদার ক্লাবগুলো অনুশীলন শুরু করতে পারবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে ‘থাকছে’ দর্শকের উপস্থিতি

পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে ‘থাকছে’ দর্শকের উপস্থিতি

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

মাঠে খেলা দেখতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা

মাঠে খেলা দেখতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ