ভারতের হয়ে দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গত এক বছর ধরে জল্পনা-কল্পনা ক্রীড়াজগতে। অবশ্য প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে সেই আলোচনা কিছুটা কম। তবে এক্কেবারেই বন্ধ নয়।
খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি, এমন গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেটি দেখেই ক্ষেপে যান ধোনির স্ত্রী সাক্ষী। ক্ষোভ ঝাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন সাক্ষী।
তিনি লিখেন, ‘ধোনির অবসর পুরোপুরি গুজব। এটি সত্যি নয়। আমি বুঝতে পারছি, লকডাউনে থাকতে থাকতে কিছু মানুষের মানসিক ভারসাম্য ধরে রাখতে সমস্যা হচ্ছে। তাদের চিকিৎসার দরকার। ধোনির অবসর নিয়ে চিন্তা না করে, জীবনে ভালো কিছু কর পারলে।’
সাক্ষীর এই টুইটে ইতিবাচক সাড়া দিয়েছিল ধোনির আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। কিন্তু ক্রিকেটপ্রেমিরা, সাক্ষীর ওই টুইটে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়াও জানাতে থাকেন। ফলে বাধ্য হয়ে নিজের করা টুইট মুছে ফেলেন সাক্ষী।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেট মাঠে কোন ম্যাচই খেলেননি ধোনি। তবে আইপিএলের ১৩তম আসর দিয়ে আবারও ক্রিকেটে ফেরার আশায় ছিলেন ধোনি। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটিও স্থগিত হয়ে আছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]