শ্রীলঙ্কান ফাস্ট বোলার শেহান মাদুশঙ্কাকে হেরোইনসহ আটক করেছে শ্রীলঙ্কা পুলিশ। আটকের পর স্থানীয় ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদের জন্য তার ১৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন।
২০১৮ সালের জানুয়ারি মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে সংবাদের শিরোনাম হয়েছিলেন শেহান মাদুশঙ্কা। এবার নেতিবাচক ঘটনায় আবারও সংবাদের শিরোনাম হলেন তিনি।
করোনাভাইরাসের মাঝে শ্রীলঙ্কায় কারফিউ চলছে। এর মাঝেই পান্নালা শহরে আরও একজনের সঙ্গে ড্রাইভিংয়ের সময় পুলিশ তাদের গতিরোধ করে। পরে মাদুশঙ্কার কাছ থেকে ২.৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, দেশব্যাপী চলমান লকডাউন ভেঙে মাদুশঙ্কা রোববার (২৪ মে) এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ তল্লাশি করে দুই গ্রাম হেরোইন পান। পরে মাদকদ্রব্য বহন ও লকডাউন ভাঙার অপরাধে মাদুশঙ্কাকে রিমান্ডে নেয় পুলিশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]