প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এবারের ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রামন থেকে রক্ষা পেতে এবার ঈদগাহে ঈদের জামাতও বন্ধ রাখা হয়েছে। ঈদের নামাজ আদায় করা হয়েছে মসজিদে।
ভাইরাসের কারণে ক্রীড়া তারকাও এবার গ্রামের বাড়ি যেতে পারেননি। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আগে যে যেখানে ছিলেন সেখানেই অবস্থান করছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ব্যাপকভাবে ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই চলে গেছেন ডেনমার্কে। সেখান থেকেই বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জনিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ডেনমার্ক থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেন, ‘আমার সকল ভক্ত-বন্ধু-শুভাকাঙ্খী-গণমাধ্যমে কর্মরত ভাই-বোনদের শুভেচ্ছা জানাই। আশা করছি সবার দিনটা সুন্দর কাটবে।’
শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন, ‘সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]