ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে ক্রীড়াঙ্গনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের সাবেক বাঁহাতি ওপেনার তৌফিক ওমর। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
কয়েকদিন হলো অসুস্থবোধ করছিলেন তিনি। অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করেন। শনিবার (২৩ মে) রাতে তার পরীক্ষার ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। ক্রিকেট পাকিস্তানের তথ্য মতে, তিনি এখন নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন।
নিজ দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’
২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় তৌফিকের। অভিষেকেই বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। শুরুটা আশা জাগানিয়া হলেও নিজেকে পরে আর ধরে রাখতে পারেননি।
সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট ও ২২টি ওয়ানডে খেলে অবসর নেন তিনি। ৪৪ টেস্টে করেছেন ২৯৬৩ রান আর ২২ ওয়ানডেতে ৫০৪ রান। ওয়ানডতে কোন সেঞ্চুরি না থাকলেও ৭টি সেঞ্চুরি রয়েছে টেস্টে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]