বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের জন্য এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। এবার পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রধান থমাস বাখ।
অলিম্পিক কমিটি প্রধানের মতে, ২০২১ সালে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত না হলে ভবিষ্যতে আর পেছানোর কোন সম্ভাবনা নেই। বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাখ এমন মন্তব্য করেছেন।
বিশ্বজুড়ে ভয়ঙ্কর করোনা মহামারীর কারণে মার্চে ২০২০ টোকিও অলিম্পিক পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু করার তারিখ নির্ধারণ করা হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান বলেছেন, সত্যি বলতে কী আমি জাপানের কিছু কিছু পরিস্থিতি বুঝতে পারছি। কারণ কোন আয়োজক কমিটিই অনির্দিষ্ট একটি সময়ের জন্য তিন থেকে পাঁচ হাজার মানুষকে চাকরিতে বহাল রাখতে পারে না।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রতি বছর প্রতিটি ফেডারেশনের জন্য পুরো স্পোর্টস ক্যালেন্ডার পরিবর্তন করা সম্ভব নয়। ক্রীড়াবিদদেরও এভাবে অনিশ্চয়তায় রাখাটা ঠিক নয়। তার ওপর ভবিষ্যতের গেমসগুলোর ওপরও এর বিরুপ প্রভাব পড়বে।
বিশ্বযুদ্ধ ছাড়া অলিম্পিক গেমস ইতোপূর্বে কখনই বাতিল করা হয়নি। যদিও জাপানি আয়োজক কমিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী বছর এ গেমস বাতিলে তাদের কোন ইচ্ছাই নেই। এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিক পেছাতে তারা রাজি ছিল না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]