করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক শফিউল আলম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২২ মে ২০২০
করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক শফিউল আলম

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। করোনা উপসর্গ দেখা দেওয়ায় দুই দিন আগে তার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার (২১ মে) রাতে তার ফলাফল আসলে জানা যায় তিনি কোভিট-১৯ পজিটিভ।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে শফিউল আলমের করোনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ হওয়ার পরও কোনো অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজ পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন বিসিবির এই পরিচালক।

দেশের এক জাতীয় দৈনিককে শফিউল আলম বলেন, 'আমরা তো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। এক সপ্তাহ আগে প্রথম একটু জ্বর হয়। নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলার পর জ্বর কমে যায়। তারপরও পরীক্ষা করি। গতকাল আমার রিপোর্ট দিয়েছে। সেখানে করোনা পজেটিভ এসেছে। তবে আমার এখন কোন লক্ষণ নেই। জ্বরও নেই।'

এরআগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার এবং বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ আশিকুর রহমান। তবে চিকিৎসা নেওয়ার পর এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

বিসিবির ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

তামিমের শেষ লাইভে মাশরাফি-মুশফিকরা, নেই সাকিব

তামিমের শেষ লাইভে মাশরাফি-মুশফিকরা, নেই সাকিব

অর্ধশত হুইলচেয়ার ক্রিকেটারকে মুশফিকের সহায়তা

অর্ধশত হুইলচেয়ার ক্রিকেটারকে মুশফিকের সহায়তা

নিজেদের বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন হোল্ডিং

নিজেদের বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন হোল্ডিং