করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদুল ফিতরের আগে অস্বচ্ছল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি।
তারই প্রেক্ষিতে প্রিমিয়ার লিগ, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান করলো বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০ হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।
এরআগে, করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই অসচ্ছল ক্রিকেটার ও স্বল্প আয়ের কর্মচারিদের পাশে দাঁড়ায় বিসিবি। ঢাকাসহ, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ক্রিকেট পরিবার এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিসিবি।
এছাড়া বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাহিরে থাকা ক্রিকেটারদের এককালিন ৩০ হাজার ও বাংলাদেশ নারী ক্রিকেটারদের এককালিন ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।
ক্রিকেটের বাইরের অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও সহযোগিতা করেছে বিসিবি। দেশের ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য ১০ হাজার টাকার ৫০১টি চেক প্রদান করেছে বিসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]