ক্রিকেটারদের ক্রিকেট স্মারক নিলামে অংশগ্রহণ না করলেও নিলামে বিক্রি হওয়া সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২০মে) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
করোনাভাইরাসের এই সঙ্কটময় পরিস্থিতিতে অসহায়-দুস্থদের পাশে দাঁড়াতে নিজেদের ক্রিকেট স্মারক নিলামে তুলেছিলেন ক্রিকেটাররা। বিশ্বকাপে দুর্দান্ত খেলা ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব। যা রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী ২০ লাখ টাকায় কিনে নেয়।
এছাড়া নিজের ও বাংলাদেশের অভিষেক ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যা ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এছাড়া সৌম্যের অভিষেক সেঞ্চুরির ব্যাট, তাসকিনের অভিষেক হ্যাটট্রিক বল মোট সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়।
শুধু সাকিব-মুশফিকদের স্মারকই নয় নিলামে বিক্রি করেছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, ও নাঈম শেখের ক্রিকেট সরঞ্জাম।
বুধবার (২০) জাতীয় ক্রীড়া পরিষদে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনার চেষ্টা করবো আমরা।
তিনি বলেন, 'আমি উদ্যোগ নেব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।'
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]