দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিদের তারকা ক্রিকেটারদের সাথে বেশ আগেই লাইভ আড্ডা জমিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফাফ ডু প্লেসিস, রোহিত শর্মা, বিরাট কোহলি ও ওয়াসিম আকরামের পর এবার তামিমের লাইভ আড্ডায় যুক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খান ও পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম সাথে লাইভ আড্ডা শেষে তামিম ইকবাল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুর তিনটায় হবে এ লাইভ আড্ডা হবে।
খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খান ও পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম সাথে লাইভ আড্ডায় ৯৭ এর আইসিসি ট্রফি, ৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই জয় ও ৯৯ এর বিশ্বকাপসহ আরও অনেক কিছু নিয়ে কথা হয়।
তামিমের নিয়মিত এই ফেসবুক লাইভ আড্ডায় এবারের অতিথি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০১৫ সালে বিশ্বকাপ ফাইনাল দলের সদস্য ও ২০১৯ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও শিরোপা জেতাতে পারেননি তিনি। তবে নিজের ব্যাটিং পারফরম্যান্স ও অধিনায়কত্ব দিয়ে ক্রীড়াপ্রেমীদের মন জয় করে চলছেন নিয়মিত।
প্রথমে মুশফিকুর রহিমকে দিয়ে শুরু করে এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে, লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য সরকারকে নিয়েও লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন তামিম।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]