আইসিসির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে গাঙ্গুলির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৮ মে ২০২০
আইসিসির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে গাঙ্গুলির

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কাজের প্রশংসা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার। গাঙ্গুলির যে দক্ষতা ও যোগ্যতা, তাতে ভবিষ্যত ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসির সভাপতি হওয়ারও যোগ্যতা রয়েছে বলে জানান গাওয়ার।

একটি অনলাইন শো’তে ভক্তদের সাথে আড্ডায় গাঙ্গুলির ব্যাপারে গাওয়ার বলেন, ‘এত দিনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, বিসিসিআইর দায়িত্ব সামলানো একেবারেই সহজ নয়। এমন দায়িত্ব সামলাতে অনেক হিমশিম খেতে হয়, অনেক কিছু জানতে ও বুঝতে হয়। কিন্তু এসব গাঙ্গুলির কাছে খুবই সহজ বিষয়। তার কাজ দেখে তেমনটাই মনে হচ্ছে। গাঙ্গুলির মত মানুষই এ ধরনের দায়িত্বে মানায়।’

ক্রিকেট বোর্ডের বড় পদে বসে শুধুমাত্র ক্রিকেট নিয়েই ভাবলেই হয় না, রাজনৈতিক ক্ষেত্রে পটু হতে হয়। এক্ষেত্রে গাঙ্গুলিকে শতভাগ নম্বর দিয়ে গাওয়ার বলেন, ‘ক্রিকেটের বাইরেও একাধিক বিষয়ে নজর রাখতে হয় ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টকে। বিশেষভাবে ক্রিকেট পরিচালনার জন্য রাজনৈতিক ক্ষেত্রে মুন্সিয়ানা দরকার হয়। গাঙ্গুলির রাজনৈতিক মুন্সিয়ানা আছে। সবকিছু বেশ ভালোভাবেই সামলাতে পারে সে।’

বিসিসিআইয়ের মত ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করা মোটেও সহজ নয়। কিন্তু গাঙ্গুলি বেশ সহজেই তা পালন করছেন, যা মুগ্ধ করেছে গাওয়ারকে, ‘বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ক্রিকেটে বোর্ড ভারতের। এখানে সব ক্ষেত্রে চাপ থাকে অনেক বেশি। কিন্তু শুরু থেকেই নিজের যোগ্যতায় কোন চাপই অনুভব করছে না গাঙ্গুলি। আমি গাঙ্গুলির সাথে কথা বলেছি। কোনও সিদ্ধান্ত নেয়ার আগে, সকলের সাথে আলাপ সাড়ে। তারপর সঠিক সিদ্ধান্ত নেয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতে খুলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামসহ স্পোর্টস কমপ্লেক্স

ভারতে খুলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামসহ স্পোর্টস কমপ্লেক্স

মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট

মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট

আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট