আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৮ মে ২০২০
আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

ফাইল ছবি

শৈশব জীবনের গল্পগুলো চাইলেও ভোলার সুযোগ নেই। শৈশব পেরিয়ে, কৈশোর আর তারপর আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে এ জীবনের অবসান ঘটে। জীবনের এতগুলো ধাপের মাঝে জীবনের সুন্দরতম মুহূর্তগুলো সেই শৈশবেই বিদ্যমান।

বাস্তব জীবনে আলাদিনের চেরাগ বলতে কিছু নেই। এ কেবলই আরব্য উপন্যাসের গল্প মাত্র। যা থেকে কি-না এক দৈত্য বেরিয়ে আসে আর তার মালিকের ইচ্ছে পূরণ করে। তবুও মানুষ স্বপ্ন দেখে জীবনে এমন কিছু পেলে জীবনের আকাঙ্খা গুলো মিটিয়ে নিবে।

রোববার (১৭ মে) মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেটের নিলামে মাশরাফিকে প্রশ্ন করা হয় যে, হুট করে যদি আলাদিনের দৈত্য আসে, আপনি কোন তিনটা জিনিস চাইবেন?

একটু সময় নিয়ে উত্তর দেন মাশরাফি। তিনি বলেন, ‘প্রথমত, প্রত্যেকটা মানুষ যেটা চায়। শৈশবে ফিরে যেতে চাইব। আমি আমার স্কুল জীবনে ফিরে যেতে চাইব, আমার স্কুলের বন্ধুরা, সেই সময়টা।’

‘দ্বিতীয়ত, একটা জিনিস চাইব যে, শৈশবের সময়টা পার করে আসার পর ক্যারিয়ারের শুরুর সময়টা। যদিও আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে। আমার আরও অনেক কিছু হতে পারত। বাংলাদেশ দলের রেজাল্টও ভালো হতে পারত। আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম...’

‘তবে আলহামদুলিল্লাহ্‌! আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি। এটা নিয়ে আমার কোন দুঃখ। যেহেতু আপনি প্রশ্ন করলেন, ঐ সময়টায় ফিরে যেতে পারলে... এখন আমি জানি যে নিজেকে কীভাবে মেইন্টেন করলে সুস্থ থাকব এবং দেশের হয় ভাল কিছু করতে পারব।’

সবশেষে তিনি বলেন, ‘আর সবশেষ বলবো যে, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারই আবার ফিরে পেতে চাই।’

উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজের দেড় যুগের সঙ্গী প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছিলেন মাশরাফি। ৪২ লাখ টাকায় ব্রেসলেটটি কিনে নেয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসি)। নিলামের বিক্রি করা এ ব্রেসলেটের পুরো অর্থই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়-দুস্থ মানুষেদের সাহাযার্থে ব্যয় করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

শচীনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান স্পার্টান

বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়াম হচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’

তামিমের লাইভ আড্ডায় এবার বিরাট কোহলি

তামিমের লাইভ আড্ডায় এবার বিরাট কোহলি