গাজী গ্রুপ ক্রিকেটার্সের লাইভ আড্ডা : ক্রিকাড্ডা উইথ অনন্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ এএম, ১৭ মে ২০২০
গাজী গ্রুপ ক্রিকেটার্সের লাইভ আড্ডা : ক্রিকাড্ডা উইথ অনন্ত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এ দুঃসময়ে থেমে আছে স্বাভাবিক জীবনযাত্রা। থেমে আছে সকল খেলাধুলাসহ ক্রিকেটের সকল আয়োজন। অপ্রত্যাশিত এ অবসরে নিজেদের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি ক্রিকেটাররা নিজেদের নানা কাজে ব্যস্ত রাখছেন।

করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি একঘেয়েমি এ সময়ে দর্শকদের একটু আনন্দ দিতে অনেকেই বেছে নিচ্ছেন নানা উপায়। জাতীয় দলের ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সতীর্থ, সাবেক এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আড্ডার মাধ্যমে মাতিয়ে রাখছেন।

তামিমের মতো করে ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডার আয়োজন করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জনপ্রিয় দল ‘গাজী গ্রুপ ক্রিকেটার্স’। ক্রীড়া সাংবাদিক তায়িব অনন্তের উপস্থাপনায় দেশের জনপ্রিয় ব্রডকাস্টিং মাধ্যম র‌্যাবিটহোলবিডির প্ল্যাটফর্মে ক্রিকেটার্স গসিপ শো ‘গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রেজেন্টস- ক্রিকাড্ডা উইথ অনন্ত’ শিরোনামে শুরু হয়েছে ক্রিকেট জগতের নানা বিষয় নিয়ে আড্ডা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বয়সভিত্তিক বিভিন্ন দলের ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট ব্যক্তিত্বদের নিয়ে এ আয়োজনটি প্রতিদিন রাত সাড়ে ১১টায় র‍্যাবিটহোলবিডি ফেসবুক পেজে এবং র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

শুক্রবার (১৫ মে) ক্রিকাড্ডার প্রথম এপিসোডের অতিথি ছিলেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। দ্বিতীয় এপিসোডে শনিবার (১৬ মে) উপস্থিত ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের উইকেটকিপার ব্যাটসম্যান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলেও চুমু দেওয়া নিষেধ

ফুটবলেও চুমু দেওয়া নিষেধ

গভীর রাত পর্যন্ত সৌরভের কলের অপেক্ষায় ছিলেন তামিম

গভীর রাত পর্যন্ত সৌরভের কলের অপেক্ষায় ছিলেন তামিম

২ হাজার ডলারে বিক্রি হয়েছে আকবর আলীর জার্সি-গ্লাভস

২ হাজার ডলারে বিক্রি হয়েছে আকবর আলীর জার্সি-গ্লাভস

কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান