করোনার সঙ্কটময় সময়ে অসহায়-দুস্থদের সহায়তায় নিজেদের পছন্দের ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন ক্রীড়া তারকারা। সে ধারাবাহিকতায় নিজের হাতে ব্যবহৃত ১৮ বছরের সঙ্গী ‘ব্রেসলেট’ নিলামে তুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অলাভজনক দাতব্য নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে মাশরাফির দেড় যুগের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি নিলাম শুরু হয়েছে।
নিলামে মাশরাফি বিন মর্তুজার দেড় যুগের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। শনিবার (১৬ মে) বিকেল থেকে শুরু হওয়া এ নিলাম রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে শনিবার (১৬ মে) এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। দেশের করোনা পরিস্থিতিতে নিজ জেলা নড়াইলকে করোনা মুক্ত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
নড়াইলের অসহায়-দুস্থদের খাবার, ডাক্তারদের নিরাপত্তাসহ অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিতে সোচ্চার সাবেক ওয়ানডে কাপ্তান। নড়াইলের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজের দেড় যুগের সঙ্গী প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছেন মাশরাফি। নিলামে ব্রেসলেট থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই অসহায় ও দুস্থদের সাহাযার্থে ব্যয় করা হবে।
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। যা রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী ২০ লাখ টাকায় কিনে নিয়েছেন। এছাড়া রোববার (১০ মে) বাংলাদেশের ১৫ জনেরও বেশি ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। যা মাসুদ নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী ৩ লাখ টাকায় কিনে নিয়েছেন।
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। যা ১৭ লাখ টাকা দিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিতিদ কিনে নিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]