মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটের সঙ্গে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ জেতা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীর জার্সি এবং গ্লাভসও নিলামে তোলা হয়েছিল। পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলা নিলামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর আলীর জার্সি এবং গ্লাভস কিনে নিয়েছেন।
মো. রিয়াজুল ইসলাম জুয়েল নামের ওই ক্রেতা জার্সি ও গ্লাভস দুটি ২ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকায় কিনে নিয়েছেন। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস ২ হাজার ইউএস ডলার দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি মো. রিয়াজুল ইসলাম জুয়েল কিনে নিয়েছেন।
এছাড়া মুশফিকের ব্যাটের সঙ্গে আরও কিছু ক্রিকেট স্মারক নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ছিল- মোসাদ্দেক হোসেনের ২০১৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে অপরাজিত ৫২ রান করে ফাইনাল জেতানো সেই ব্যাট। উদীয়মান তারকা নাঈম শেখের ভারতের বিপক্ষে ৮১ রান করা ব্যাট।
তবে এগুলো কারা কত টাকায় কিনেছে তা পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]