দেশের গণ্ডি পেরিয়ে টাইগার ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লাইভ আড্ডায় বিদেশি ক্রিকেট তারকারাও যুক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিসের পর তামিমের লাইভে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। এরপর তামিমের লাইভ অনুষ্ঠানে আসছে ‘ট্রিপল ট্রিট’।
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মার সঙ্গে আজ শুক্রবার (১৫ মে) রাতে লাইভ অনুষ্ঠান করার কথা রয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের। এ অনুষ্ঠানের পরদিন শনিবার (১৬ মে) রাতে আবারও লাইভে আসবেন তিনি। তামিম এ লাইভে প্রথমবারের মতো তিনজনকে নিয়ে আড্ডা দেবেন।
তিনজনকে নিয়ে লাইভে আসায় তামিম নিজেই এ আড্ডাকে ‘ট্রিপল ট্রিট’ বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেবসুক পেজে তিনি এসব তথ্য শেয়ার করেন।
তামিমের এ লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়া তিনজনই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মমিনুক হক, সৌম্য সরকার এবং লিটন দাস। লাই। লাইভ আড্ডাটি যথারীতি রাত সাড়ে ১০টায় তামিমের ফেসবুক পেজে শুরু হবে।
এর আগে সর্বশেষ বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে নিয়ে লাইভ আড্ডা দিয়েছেন তামিম ইকবাল।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আপাতত সবধরনের ক্রিকেট বন্ধ। ফলে এ সময়টায় বসে না থেকে ক্রিকেটারদের নিয়ে নিয়মিত ফেসবুকে লাইভ আড্ডা দিচ্ছেন বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম। প্রথমে মুশফিকুর রহিমকে দিয়ে শুরু করে এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়েও লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন তামিম।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]