করোনার কারণে নিজ পরিবারের সাথে লন্ডনের বাড়িতে সময় কাটাচ্ছেন করছিলেন টটেনহ্যাম তারকা ডেলে আলী। বুধবার (১৩ মে) রাতে হঠাৎই মুখোশ পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি ছুঁড়ির ভয় দেখিয়ে আলীর বাড়ি থেকে স্বর্ণালংকার ডাকাতি করেছে। এমন খবর প্রকাশ করেছে ইংল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো।
প্রথমে ডাকাতরা ভারী কোন বস্তু দিয়ে ডেলের মুখে সজোরে আঘাত করে পরবর্তীতে নিজেদের কার্য সিদ্ধি করে। তবে আঘাত গুরুতর নয়, তাই কোন প্রকার শঙ্কা ও নেই। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল পত্রিকা থেকে এমন তথ্যই পাওয়া গেছে।
দূর্ঘটনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিবারের নিরাপত্তার কথা নিশ্চিত করে এক টুইট বার্তায় আলী বলেন, " বর্তমানে আমরা নিরাপদে আছি, সকলকে ধন্যবাদ আমাদের খবরাখবর নিয়ে পাশে থাকার জন্য। আমি কৃতজ্ঞ। "
ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা জানান, " গতকাল রাতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আনুমানিক রাত ১২ টা ৩৫ মিনিটে আমাদের খবর দেয়া হলে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই। থানাতে ইতিমধ্যেই এই ব্যাপারে রিপোর্ট দাখিল করা হয়েছে। ডাকাতরা দামী ঘড়ির পাশাপাশি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। পালানোর সময় বাড়ির মানুষের সাথে ধস্তাধস্তির জেরে একজন আঘাতপ্রাপ্ত হয় তবে বোধকরি তা গৌণ। "
নোভেল করোনাভাইরাসের প্রকোপে স্থগিত রয়েছে মাঠের ফুটবল। তবে, আগামী ১২ জুন পুনরায় লিগ আরম্ভের কথা রয়েছে আর এমনটা হলে আবারও মাঠ মাতাতে দেখা যাবে জোসেফ মরিনহোর দলের অন্যতম কান্ডারী ডেলে আলীকে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]