প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানে ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর। প্রায় এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে প্রাণঘাতি এ ভাইরাসে প্রথম কোনো সুমো কুস্তিগীরের মৃত্যু হলো।
সুবোশি নামে পরিচিত মারা যাওয়া সুমো কুস্তিগীরের মূল নাম কিউটাকা সুয়েটাকে। মারা যাওয়ার আগে করোনাভাইরাসে তার শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানানো হয়েছে।
জাপানের গণমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, কোভিড-১৯ পজিটিভ হওয়া প্রথম সুমো কুস্তিগীর ছিলেন সুবোশি। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর দ্রুত তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে।
মাত্র ৯ দিন পরেই তাকে ইন্টেন্সিভ কেয়ারে নেওয়া হয়। সেখানেই এক মাস লড়াই করে মৃত্যু করেন সুবোশি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]