বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ আশিকুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১২ মে) তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ‘কোভিড-১৯’ চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বর, ঠাণ্ডা ও বুকে ব্যাথা অনুভব করছিলেন তিনি। গত শনিবার মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করানো হয়। রোববার পরীক্ষার ফলে করোনা পজিটিভ ধরা পড়ে। একদিন বাসায় থাকার পর মঙ্গলবার (১২ মে) বিকেলে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।
আশিক জানিয়েছেন, লকডাউনের শুরু থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন। তবে এর মধ্যে বাসার আশেপাশের দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এরপর গত সপ্তাহ থেকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
আতঙ্কিত হয়ে নিজে নিজে পরিবার থেকে আলাদা হলেও বুধবার তার দুই সন্তান ও স্ত্রীর করোনা পরীক্ষা করা হবে জানা গেছে।
আশিকুর রহমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার এবং বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট, বিসিএলে বিসিবি নর্থ জোন, ঢাকা প্রিয়িমার লিগের ওল্ড ডিওএইচএস ও প্রাইম ব্যাংক ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে যুক্ত রয়েছেন তিনি। সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন আশিকুর রহমান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]