বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডার এক ফাঁকে বলা হয় সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম করোনাভাইরাসে আক্রান্ত। তবে তথ্যটি সঠিক না হওয়ায় ভুল তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।
করোনার এই ক্রান্তিকালে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। খেলাধুলা না থাকায় ঘরে বসে অবসর সময় পার করছেন ক্রীড়াবিদরা। বাংলাদেশের ক্রিকেটার কিংবা অন্যান্য ক্রীড়াবিদরাও এর বাহিরে নন।
অঘোষিত এমন অবসর সময়ে একটু ভালো থাকতে বা ভালো সময় কাটাতে ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে লাইভ আড্ডা দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সে ধারাবাহিকতায় রোববার (১০ মে) তামিমের লাইভ আড্ডায় উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার ও নাঈমুর রহমান দূর্জয়।
প্রায় এক ঘণ্টার লাইভ আড্ডার এক ফাঁকে হঠাৎই জাভেদ ওমর বেলিমের করোনায় পজেটিভ হওয়ার কথা ওঠে আসে। তবে তথ্যটি সঠিক নয় দাবি করে ভুল তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন তামিম। লাইভ অনুষ্ঠানে শেষে অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় নিশ্চিত করেছেন জাভেদ ওমর বেলিম করোনায় আক্রান্ত নন -বিষয়টি তামিম নিজে নিশ্চিত করেছেন।
তিনি লিখেন, জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
তিনি আরও লিখেন, আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]