করোনার থাবা, খেলা নেই মাঠে। অঘোষিত ছুটি কাটাচ্ছেন খেলোয়াড়রা। শঙ্কা রয়েছে আগামীর খেলা নিয়েও। এমন এক সময়ে দর্শক-ভক্তদের জন্য বাংলাদেশ ক্রিকেটের অজানা নানা গল্প নিয়ে লাইভ অনুষ্ঠান করছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের লাইভ আড্ডায় ইতোমধ্যে যুক্ত হয়ে স্মৃতিচারণ করছেন মুশফিকুর রহমি, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি এবং সবশেষ টাইগার পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
টাইগার দলের সদস্যদের সাথে আড্ডা দেওয়ার সময় তামিম জানিয়েছিলেন ক্রিকেটের সাবেক তারকাদেরও সাথে তিনি আড্ডা দিতে চান। সেই কথা মতো এবার তামিমের আড্ডা যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক তিন তারকা ক্রিকেটার। তারা হলেন- নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন এবং হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশ ক্রিকেটের সাবেক এ তিন তারকা ব্যাট-প্যাড আগেই তুলে রাখলেও তিনজনই বর্তমানে বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নাইমুর রহমান ও খালেদ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক এবং হাবিবুল বাশার নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশসেরা ওপেনার তামিম ইকবালের এ ফেসবুক লাইভ আড্ডা আজ রোববার (১০ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। লাইভে তারা কথা বলবেন, দেশের ক্রিকেটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]