করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়ে দিন এনে দিন খাওয়া মানুষগুলো। করোনার এই সঙ্কটময় অবস্থায় অসহায়-দুস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের মানুষরা। এবার অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার নিলামে তুলছেন অনেক স্মৃতি জড়িয়ে থাকা তার একটি প্রিয় ব্যাট। যা থেকে প্রাপ্ত টাকা খরচ করা হবে অসহায়-দুস্থদের মাঝে। ব্যাট নিলামে তোলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি রফিক। সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছেন। আমি আমার এই ব্যাটি নিলামের উঠাতে চাইছি। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে যে অর্থ আসবে- সেটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে।'
এখনও নির্ধারণ করা হয়নি ব্যাটের ভিত্তি মূল্য। তবে খুব শিগগিরই আলোচনা করে ভিত্তি মূল্য নির্ধারণ করে নিলামে তোলা হবে রফিকের ব্যাটটি।
২০০৮ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে রফিককে। ৪৯ বছরের এ অলরাউন্ডার ৩৩ টেস্ট খেলে করেছেন ১০৫৯ রান। নেন ১০০ উইকেট। ১২৫টি ওয়ানডেতে তুলেছেন ১১৯১ রান আর নিয়েছেন ১২৫ উইকেট।
এর আগে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। যা বিক্রি হয় ২০ লাখ টাকায়। এছাড়া সৌম্যের অভিষেক সেঞ্চুরির ব্যাট, তাসকিনের হ্যাটট্রিক বলও নিলামে বিক্রি করা হয়। যেখানে সৌম্যের ব্যাট বিক্রি হয় ৪ লাখ টাকায় আর তাসকিনের বল বিক্রি হয় সাড়ে ৪ লাখ টাকায়।
আজ নিলামে উঠছে মুশফিকুর রহিমের অভিষেক ডাবল সেঞ্চুরির বয়াট ও আকবর আলীর বিশ্বকাপ ফাইনালের জার্সি। এছাড়া মাশরাফি, সাইফুদ্দিনরা নিজেদের ক্রিকেট স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]