করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে অসহায়-দুস্থদের সাহায্যের জন্য নিজের ক্রিকেট স্মারক নিলামে তুলেছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। নিলামে তোলা তার ব্যাট ও জার্সি বিক্রি হয়েছে ২২ লাখ রুপিতে।
দিবা-রাত্রির টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাট এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করা পাকিস্তান দলের সকল খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি নিলামে তোলেন আজহার। নিলামে ব্যাট এবং জার্সির ভিত্তিমূল্য পাঁচ লাখ করে বেঁধে দিয়েছিলেন আজহার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে ব্যাট ও জার্সি নিলামে বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন আজহার। ১০ লাখ রুপিতে তার ব্যাটটি কিনে নিয়েছে পুনে ভিত্তিক ব্লেডস অব গ্লোরি জাদুঘর। আর জার্সিটি ১১ লাখ রুপিতে ক্রয় করেন পাকিস্তানে বসবাস করা ক্যালিফোর্নিয়া এক প্রবাসী। এছাড়া নিলামের সময় ১ লাখ রুপি দান করেছেন পাকিস্তানি নাগরিক জামাল খান।
নিলামের মাধ্যমে আর্থিক সহায়তা করতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন জস বাটলার। বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন বাটলার। নিজের ব্যাট-জার্সি ও উইকেট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনও।
ইংল্যান্ডের মত বাংলাদেশের তারকা খেলোয়াড়রাও নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে আছেন-মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম-মোহাম্মদ আশরাফুল-এনামুল হক বিজয়সহ আরও অনেকে। সাকিব আল হাসান তো নিজের প্রিয় ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রিও করে দিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]