প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের জন্য তহবিল সংগ্রহে এগিয়ে এলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস।
ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য তহবিল সংগ্রহে নিজের প্রথম হাফ ম্যারাথন দৌঁড়ান স্টোকস। এক ঘন্টা ৩৯ মিনিটে তার দৌড় শেষ করেন তিনি।
এখান থেকে পাওয়া অর্থ করোনাভাইরাসের এই মহামরীতে এনএইচএস দাতব্য সংস্থা ও জাতীয় শিশু ক্রিকেট দাতব্য সংস্থাকে দান করা হবে। ইংল্যান্ডের উত্তর-পূর্ব নিজ বাড়ির কাছে দৌঁড় শেষ করেছিলেন স্টোকস। দৌড় শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চ্যানেলে এক ভিডিও বার্তা দেন স্টোকস।
তিনি বলেন, ‘এটি অনেক কঠিন ছিল। যদি পারেন দয়া করে দান করুন। একটি দুর্দান্ত কারণে দান করা হবে। এনএইচএস দাতব্য সংস্থাকে দান করা হবে এবং অন্যকে উৎসাহিত করার ভালো সুযোগ।’
এর আগে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ইংল্যান্ডের জস বাটলার, জেমস অ্যান্ডারসন, বাংলাদেশের সাকিব আল হাসানসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]