এমসিসির সভাপতি পদে মেয়াদ বাড়ছে সাঙ্গাকারার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৬ মে ২০২০
এমসিসির সভাপতি পদে মেয়াদ বাড়ছে সাঙ্গাকারার

ফাইল ছবি

রেকর্ড গড়ে প্রথমবারের মতো নন বৃটিশ হিসেবে ২০১৯ সালের ১ অক্টোবর ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি হিসেবে নিযুক্ত হন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। এবার ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে আবারও সভাপতি পদে বসতে যাচ্ছেন সাঙ্গাকারা।

২০১৯ সালের অক্টোবরে এমসিসির সভাপতি দায়িত্ব পান কুমার সাঙ্গাকারা। প্রথাগত নিয়ম অনুযায়ী এই দায়িত্বের মেয়াদকাল ১ বছর। তবে করোনার কারণে এমসিসি ও ক্রিকেটিয় সকল কার্যক্রম বন্ধ থাকায় তাকে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মনোনীত করার কথা ভাবা হচ্ছে।

২০১৯ সালে এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেও কুমার সাঙ্গাকারার সাথে এমসিসির সম্পর্কটা অনেক দিনের। ২০০২ সালে শ্রীলঙ্কার হয়ে এমসিসির বিপক্ষে ম্যাচ খেলেন তিনি। তারপর ২০০৫ সালে সুনামির ত্রাণ তহবিলের জন্য বিশ্ব একাদশের হয়ে খেলেছেন।

এরপর ২০১১ সালে এমসিসির স্পিরিট অব ক্রিকেট কাউন্ড্রে তার বক্তৃতা বিশ্বজুড়ে প্রশংসা কুড়ালে তাকে এমসিসির আজীবন সদস্য পদ দেওয়দ হয়। তারপর এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পান।

কুমার সাঙ্গাকারা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলে তৃতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এরআগে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লর্ড হউক (১৯১৪-১৮) ও স্টেনলি ক্রিস্টোফারসন (১৯৩৯-৪৫) নির্দিষ্ট মেয়াদের অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

এক হাজার ক্রীড়াবিদকে সহায়তা প্রদান করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

এক হাজার ক্রীড়াবিদকে সহায়তা প্রদান করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

চলে গেলেন সামসুল ইসলাম, ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

চলে গেলেন সামসুল ইসলাম, ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

নেট বোলারদের সহায়তায় মুশফিক

নেট বোলারদের সহায়তায় মুশফিক

এ যেন ভয়ঙ্কর উইকেটের টেস্ট ম্যাচ : সৌরভ

এ যেন ভয়ঙ্কর উইকেটের টেস্ট ম্যাচ : সৌরভ