প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে কর্মহীন দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রথম পর্যায়ে দুই ধাপে ৫০ হাজার পরিবারের মাঝে সহায়তার পর এবার আরও ১০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ব্যক্তিগতভাবে নিজ এলকায় অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, প্রথম পর্যায়ের ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর নতুন করে গাজীপুর মহানগরের গাছা থানার ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭,৩৮ নং ওয়ার্ডে এবং সাবেক কাউলতিয়া ইউনিয়নের ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। এসব এলাকার অসহায়, দিনমজুর ও হতদরিদ্র মানুষের কাছে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানা ছাত্রলীগের (গাজীপুর মহানগর) যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল আলম ফারাজি স্পোর্টসমেইল২৪.কম-কে জানান, মাননীয় প্রতিমন্ত্রী ও আমাদের নেতা জাহিদ আহসান রাসেল প্রাথমিকভাবে ৫০ হাজার পরিবারে খাদ্য সামগ্রি বিতরণ করছেন। এবার আরও ১০ হাজার পরিবারে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
ত্রাণের প্রতি প্যাকেটে আগের মতোই ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, একটি সাবান এবং ২টি করে মাস্ক রয়েছে বলে জানান ফারাজি।
এদিকে এসব ত্রাণ বিতরণ ছাড়াও প্রতি রাতে দিনমজুর ও হতদরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের মাঝে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের পক্ষ থেকে খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে।
এছাড়া খাদ্য সামগ্রি বিতরণে কারো কাছে যেন দলীয় বা আইডি কার্ড না চাওয়া হয় - এ বিষয়ে আগেই নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]