সাড়ে ৮ লাখে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৪ মে ২০২০
সাড়ে ৮ লাখে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল

করোনাকালীন সঙ্কটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সরাসরি অর্থ সহায়তা ছাড়াও ক্যারিয়ারের সেরা স্মারক নিলামে তুলে প্রাপ্ত অর্থও সহায়তা করছেন তারা।

সাকিব আল হাসানকে দিয়ে শুরু হয় এ মহৎ উদ্যোগ। যদিও সবার আগে নিজের স্মরণীয় ব্যাট প্রথম নিলামের তোলার ঘোষণা দেন মুশফিকুর রহিম। তবে তার ব্যাটের নিলাম এখনো অনুষ্ঠিত হয়নি।

এদিকে অকশন ফর অ্যাকশন পেজ থেকে সাকিবের পর সৌম্য সরকারের টেস্ট ক্যারিয়ারের শতক হাঁকানো ব্যাট এবং শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাটট্রিক করা বলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনগত রাতে এ নিলাম অনুষ্ঠিত হয়। দুটো স্মারকের ভিত্তিমূল্য ছিল তিন লাখ টাকা করে।

নিলামে দুটো স্মারক একসঙ্গে প্যাকেজ হিসেবে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক কিনে নিয়েছে। দুটো স্মারকের জন্য তারা খরচ করেছেন ৮ লাখ ৫০ হাজার টাকা।

নিলামে কোন ব্যাংক স্মারক দুটি কিনেছে তার বিস্তারিত জানানো হয়নি। নিলামে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৌম্য ও তাসকিন।

এর আগে বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি কিনে নিয়েছেন।

এদিকে সাকিব, মুশফিক, সৌম্য, তাসকিন ছাড়াও মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীও তাদের স্বারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এসব নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অসহায়দের সহায়তায় ব্যয় করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের ব্যাটের জন্য বিড করবেন তামিম

মুশফিকের ব্যাটের জন্য বিড করবেন তামিম

ভিত্তিমূল্য ৮ লাখ, দুইদিনের নিলাম চান আশরাফুল

ভিত্তিমূল্য ৮ লাখ, দুইদিনের নিলাম চান আশরাফুল

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও