করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। নেই দেশের মাঠেও খেলা। বাধ্য হয়ে ঘরে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে ঘরে থেকেও ভক্তদের জন্য লাইভে মুক্ত আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবালের লাইভে ইতোমধ্যে আলোচনায় যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। গত শনি ও রোববার তারা তামিমের সঙ্গে ইন্সটাগ্রামে লাইভে আড্ডা দিয়েছেন। তামিমের সেই লাইভ আড্ডায় এবার যুক্ত হচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
মুশফিকের সঙ্গে আলাপকালে তামিম জানান, ধাপে ধাপে মাশরাফি বিন মর্তুজাসহ জাতীয় দলের অন্য সদস্যদের সাথেও লাইভে আড্ডা দেবেন তিনি। মুশফিকের সাথে লাইভ আড্ডার একদিন পর মাহামুদউল্লাহ রিয়াদের সাথে আড্ডা দেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার তামিমের সঙ্গে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন মাশরাফি।
রোববার রাতে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আড্ডা দেওয়ার সময় তামিম ইকবাল নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। তবে সে সময় মাশরাফি ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি। তবে এরপর নিজের ফেসবুক পেজে মাশরাফির সাথে লাইভ আড্ডার বিষয়টি তামিম নিশ্চিত করেছেন।
ফলে সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টায় তামিম ইকাবালের অফিসিয়াল ইন্সটাগ্রামে লাইভ আড্ডায় বসবেন দুই টাইগার তারকা। ইন্সটাগ্রাম ছাড়াও তামিমের ফেসবুক পেজেও হতে পারে এ লাইভ আড্ডা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]