প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের ন্যায় বাংলাদেশেও সব ধরনের খেলা বন্ধ রয়েছে। খেলা বন্ধ থাকলেও সকল খেলোয়াড় ও স্টাফদের নিয়মিত বেতন দেওয়া ছাড়াও অন্যান্য সহযোগিতাও অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার মোট ৭৬টি ক্লাবের পাশে দাঁড়িয়েছে বিসিবি।
করোনাভাইরাসের কারণে জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটার ও নারী ক্রিকেটারদেরও নগদ অর্থ সহায়তা দিয়েছে বিসিবি। এছাড়া খেলোয়াড় ও স্টাফদের ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে তিন হাজার প্যাকেট ত্রাণ সামগ্রি সরবরাহ করেছে।
এসবের পাশাপাশি এবার অন্যভাবে সহায়তা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। রোববার (৩ মে) বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সিসিডিএম এসব বিতরণ করেছে। ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর অফিস স্টাফ, টিম বয়, ম্যাসেজ ম্যানসহ সব কর্মচারীদের অর্থ সহায়তা দিয়েছে বিসিবি। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এগুলো ‘উপহার সামগ্রী’ নামে পাঠিয়েছেন।
ঢাকার ক্লাবগুলোর সংগঠন ক্রিকেট কমিটি অব ঢাকার (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানান, বিসিবি সভাপতি ঢাকার মোট ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, কর্মচারী, টিম বয় ও ম্যাসাজ ম্যানদের জন্য বিশেষ ‘উপহার সামগ্রী’ পাঠিয়েছেন। প্রতিটি ক্লাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে।
জানা গেছে, বিসিবি সভাপতির এসব উপহার সামগ্রী পাঠানোর মধ্যে প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি ক্লাব, প্রথম বিভাগের ২০টি, দ্বিতীয় বিভাগের ২০টি এবং তৃতীয় বিভাগের ২৪টি দল মিলে মোট ৭৬টি ক্রিকেট ক্লাব রয়েছে। এসব ক্লাবে পাঠানো প্রতি প্যাকেটে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]