করোনাভাইরাসের কারণে অসহায় পড়েছে অসংখ্য মানুষ। অসহায়-দুস্থ মানুষের সহায়তা দেয়ার তালিকা থেক বাদ পড়েননি ক্রিকেট-ফুটবল বা অন্য ইভেন্টের তারকারাও। এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মত অসহায় ক্রীড়াবিদের পাশে দাঁড়ালেন তপু। ১৯ নারী ফুটবলারের পরিবারকে সহায়তা হাত বাড়িয়ে দিলেন তপু।
নারায়ণগঞ্জের জিমখানার আলাউদ্দিন খান স্টেডিয়ামে একটি নারী ফুটবল একাডেমি আছে। এই একাডেমির বেশ কিছু ফুটবলারের পরিবারের অবস্থা ভালো নয়। করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হওয়ার পর একাডেমির ১৯ নারী ফুটবলারের পরিবার কঠিন অবস্থায় জীবনযাপন করছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদুরের মাধ্যমে খবর পেয়ে ১৯ নারী ফুটবলারের পরিবারকে দুই সপ্তাহের খাদ্যসামগ্রী উপহার দেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলার তপু। উপহার সামগ্রীতে ছিল চাল, ডাল, আটা, তেল, লবণ, আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ ব্যাপারে তপু বলেন, ‘আমাদের দেশে হাতেগোনা কিছু ক্রীড়াবিদ আছেন, যারা সচ্ছল। করোনাকালে খেলাধুলা বন্ধ থাকায় বাকিদের অবস্থা খুবই খারাপ। সামাজিক অবস্থানের কারণে এসব ক্রীড়াবিদরা সরকারী ত্রাণের জন্য দ্বারে দ্বারে ঘুরতে পারে না। এসব দিক বিবেচনা করেই আমি এদের সহায়তা করার চেষ্টা করেছি।
এর আগে ক্রিকেটার তামিম ইকবাল ৯১জন ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা করেছেন। যা পত্রপত্রিকায় দেখে আমার খুব ভালো লেগেছে। এভাবে যদি আমরা যারা আছি তারা ক্রীড়াঙ্গনের মানুষের পাশে দাঁড়াই। তাহলে ক্রীড়াঙ্গনের একজন ক্রীড়াবিদও না খেয়ে থাকবে না।’
নারী ফুটবলারদের পাশপাশি আরও ২০০ অসহায় পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী ক্রয়ের সমপরিমাণ টাকা প্রদান করেছেন তপু। সিদ্ধিরগঞ্জে স্থানীয় ওয়ার্ড কমিশনারের মাধ্যমে এই অর্থ বিতরণ করেন তপু।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]