শ্রমিকদের পাশে থাকার আহ্বান সাকিবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০১ মে ২০২০
শ্রমিকদের পাশে থাকার আহ্বান সাকিবের

করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। বিশ্বের প্রায় সবগুলো দেশেই চলছে লকডাউন। আর তাতে সবচেয়ে বিপদের মাঝে পড়েছে খেটে খাওয়া অর্থাৎ শ্রমিকেরা। শুক্রবার মে দিবস উপলক্ষে মহান মে দিবসের শুভেচ্ছা জানানোর চেয়ে শ্রমিকদের পাশে থাকাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সাকিব আল হাসান।

শুক্রবার (১ মে) মে দিবস উপলক্ষে সাকিব তার ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, ‘সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের দেয়া শ্রমকে সম্মান জানাতে প্রতি বছর ১ মে উদযাপিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু করোনা ভাইরাসের এই মহামারি চলাকালীন সময়ে শ্রমিকরা তাদের প্রথাগত শ্রম দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করতে অক্ষম।

তাই আজ বিশ্ব শ্রমিক দিবসে আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে,যাতে করে এই মহামারি শেষ হবার পরে তারা পুনরায় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন।’

করোনার এই দুঃসময়ে অসহায় ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করছেন সাকিব। তার ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন, এমনকি নিজের পছন্দের ব্যাটটিও নিলামে বিক্রি করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠছে আকবর আলীর বিশ্বকাপ জার্সি

নিলামে উঠছে আকবর আলীর বিশ্বকাপ জার্সি

নিলাম না করে বিশ্বকাপের জার্সি দান করলেন হেনরি

নিলাম না করে বিশ্বকাপের জার্সি দান করলেন হেনরি

ভ্যাকসিনের দিকে তাকিয়ে অলিম্পিক কর্তৃপক্ষ

ভ্যাকসিনের দিকে তাকিয়ে অলিম্পিক কর্তৃপক্ষ

পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি