নিলাম না করে বিশ্বকাপের জার্সি দান করলেন হেনরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ পিএম, ০১ মে ২০২০
নিলাম না করে বিশ্বকাপের জার্সি দান করলেন হেনরি

করোনাভাইরাসের এই সঙ্কটময় পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন বিশ্বক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যোগ হলো নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হেনরি নিকোলসের নাম। করোনায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি দান করলেন তিনি।

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিপদের মুখে পড়েছেন অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের এই খারাপ সময়ে পাশে দাঁড়াতে নিজেদের ক্রিকেটিয় সরঞ্জাম নিলামে তুলেছেন ক্রীড়াবিদরা। যা থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হচ্ছে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য।

সবাই যখন নিলামের পথে হাঁটছেন তখন নিজের ক্রিকেট সরঞ্জাম নিয়ে ভিন্ন এক পথে হাঁটলেন হেনরি নিকোলস। নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে না তুলে দান করলেন ইউনিসেফ নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে জার্সি নিলামে না তোলার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

তিনি বলেন, 'আমি নিলাম থেকে দূরে থাকতে চেয়েছি, যেখানে সর্বোচ্চ মূল্য হাঁকানোরা জিতে যায়। আমি ব্যাপ্তি আরও বাড়াতে চেয়েছি, যেন যে কেউ ৫ কিংবা ১০ ডলার দান করতে পারে এবং লটারিতে জার্সিটি জেতার সুযোগ পেতে পারে।'

সোমবার (৪ মে) পর্যন্ত জার্সিটি নিতে আগ্রহীরা যার যা সামর্থ্য, সে অনুসারে দান করতে পারবেন। এরপর একটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে, কে হবেন জার্সিটির মালিক।

জার্সিটির মাধ্যমে মানুষকে দান করার আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন এই কিউই তারকা। তিনি বলেন, 'যখন থেকে লকডাউন শুরু হয়েছে, পুরো নিউজিল্যান্ডে পার্সেল খাদ্যের চাহিদা তিনগুণ বেড়ে গেছে। আমি চিন্তা করেছি, দানের জন্য মানুষের আগ্রহ বাড়াতে জার্সিটি ব্যবহার করতে পারি।'

বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছিলেন নিকোলস। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত ম্যাচটিতে হেরে যায় তার দল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে গেল দ্য হান্ড্রেড

পিছিয়ে গেল দ্য হান্ড্রেড

ভ্যাকসিনের দিকে তাকিয়ে অলিম্পিক কর্তৃপক্ষ

ভ্যাকসিনের দিকে তাকিয়ে অলিম্পিক কর্তৃপক্ষ

পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

পিছিয়ে গেল জুনিয়র এশিয়া কাপ হকি

ভালো ক্রিকেটও খেলতেন ইরফান খান

ভালো ক্রিকেটও খেলতেন ইরফান খান