চেহারার মিল থাকায় স্লেজিংয়ের শিকার জো রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৯ এপ্রিল ২০২০
চেহারার মিল থাকায় স্লেজিংয়ের শিকার জো রুট

ক্রিকেট খেলা ভদ্রলোকের খেলা বলে বিবেচিত। তবে ‘স্লেজিং’ ক্রিকেট খেলায় এক বড় অস্ত্র। প্রতিপক্ষকে তাঁতিয়ে দিয়ে তাকে ভুল করতে বাধ্য করতে স্লেজিং বেশ কার্যকরী বলে বিবেচিত। আর এই স্লেজিং করতে জো রুটের প্রতিপক্ষদের বড় অস্ত্র এলেন ডিজেনারেস।

এলেন ডিজেনারেস, আমেরিকান এই কমেডিয়ান, অভিনেত্রী, লেখিকা ও প্রযোজক বিখ্যাত এক ব্যক্তিত্ব। ক্যারিয়ার জুড়ে এই কমেডিয়ানের নাম শুনে যেতে হচ্ছে ইংলিশদের টেস্ট দলপতি জো রুটকে। মূলত দুজনের চেহারাতে মিল আছে দেখেই এমনটি হয়েছে।

বিবিসি রেডিও ১ কে জো রুট বলেন, ‘আমার ক্যারিয়ার জুড়ে অসংখ্যবার আমাকে এলেন ডিজেনারেস নামে ডাকা হয়েছে। আমি মনে করি আমাদের দুজনের চেহারায় কিছুটা মিল রয়েছে।

অনুষ্ঠানে নিজের পছন্দের দুটি গানের কথাও বলেছেন রুট – ইংলিশ রক ব্যান্ড আর্কটিক মাঙ্কিজের 'মার্ডি বাম' ও আরেক ইংলিশ ইন্ডি ব্যান্ডের 'শি মুভস ইন হার ওন ওয়ে'।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-বাটলারদের পথে হাঁটছেন আজহার আলী

সাকিব-বাটলারদের পথে হাঁটছেন আজহার আলী

ধান কাটতে কৃষকদের কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিলেন মাশরাফি

ধান কাটতে কৃষকদের কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিলেন মাশরাফি

চড়া দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি

চড়া দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি

৯১ ক্রীড়াবিদের পাশে তামিম ইকবাল

৯১ ক্রীড়াবিদের পাশে তামিম ইকবাল