নিলামে উঠছে আলফাজের সাফ ফাইনালের জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২০
নিলামে উঠছে আলফাজের সাফ ফাইনালের জার্সি

ছবি : বাফুফে

প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়তে তহবিল গঠনে নিজেদের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন বর্তমান ক্রিকেটাররা। এবার সেই পথে হাঁটলেন দেশের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ।

১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের (সাফ) খেলা নিজের জার্সি নিলামে তুলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আলফাজ। ওই আসরের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন আলফাজ।

নিলামে তোলা জার্সি থেকে প্রাপ্ত অর্থ অসহায়-দুস্থদের প্রদান করা হবে জানান আলফাজ। ১৩ বছর পেশাগত ফুটবল খেলেছেন ৪৮ বছর বয়সী আলফাজ। সাফ ফুটবলে চ্যাম্পিয়নসহ মোট চারটি বড় আসরে সেরা সাফল্যের স্বাদ নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ১০৯টি গোলও করেছেন আলফাজ।

এর আগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। যা বিক্রি হয় ৬৫ লাখ পাউন্ডে। এছাড়া বিশ্বকাপে খেলা এসজি ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। যা বিক্রি হয় বাংলাদেশি টাকায় ২০ লাখ।

ক্রিকেট স্মারক নিলামে তুলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলও। যেখানে লোকেশ রাহুলের ৭ ক্রিকেট স্মারক বিক্রি হয় প্রায় ৮ লাখ ভারতীয় রুপিতে। এছাড়া নিজেদের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিনরা।

 [sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

চাহালকে ব্লক দেওয়ার হুমকি গেইলের

চাহালকে ব্লক দেওয়ার হুমকি গেইলের

হারানো পদক খুঁজে পেলেন আর্চার

হারানো পদক খুঁজে পেলেন আর্চার

কৃতজ্ঞতা জানিয়ে শচীনের অনুরোধ

কৃতজ্ঞতা জানিয়ে শচীনের অনুরোধ

বিশ্বকাপের সোনার মেডেল হারিয়ে ফেলেছেন আর্চার

বিশ্বকাপের সোনার মেডেল হারিয়ে ফেলেছেন আর্চার