ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ায় সোনার পদক জিতেন পেসার জোফরা আর্চার। সম্প্রতি নিজের বাসা পরিবর্তন গিয়ে তা হারিয়ে ফেলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পেয়েছেন নিজের মেডেল। বিষয়টি নিশ্চিত করেছেন জোফরা আর্চার নিজেই।
কিছুদিন আগে নিজের বাসা বদলের সময় খোয়া যায় পদকটি। যেটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছিলেন। তবে অবশেষে খুঁজে পেয়েছেন সাধের পদকটি। বাড়ির অতিথি রুমের পাওয়া গেছে সেটি।
সুখবরটি নিজেই জানিয়েছেন আর্চার। এক টুইট বার্তায় আর্চার লেখেন, বাড়ির গেস্ট রুমে পদকটা খুঁজছিলাম। বাজিমাত সেখানেই। সাথে পদকের ছবিও দিয়েছেন তিনি।
Randomly searching the guest bedroom and boom pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020
এর আগে বিবিসি রেডিপ ফাইভকে দেয়া এক সাক্ষাৎকারে আর্চার বলেন, এক ভক্ত আমার একটা ছবি এঁকে পাঠিয়েছিল। আমি দেয়ালে সেই ছবির ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম। আমি কিছুদিন আগে ফ্ল্যাট বদলেছি। ছবিটা ঠিক থাকলেও মেডেলটা আর পাচ্ছি না।
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে বাড়ির সবকিছু আমি উল্টেপাল্টে দেখেছি। আমি জানি এটা বাড়ির কোথাও না কোথাও আছে। মনে হয় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু সব জায়গায় খুঁজেও মেডেলটা পাচ্ছি না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]