কৃতজ্ঞতা জানিয়ে শচীনের অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৬ এপ্রিল ২০২০
কৃতজ্ঞতা জানিয়ে শচীনের অনুরোধ

প্রাণঘাতি করোনাভাইরাসে প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের ২১১টি দেশেই সতর্কতা চলছে। এ অবস্থায় নিজের ৪৭তম জন্মদিন পালন করেননি ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

শুক্রবার (২৪ এপ্রিল) ছিল টেন্ডুলকারের ৪৭তম জন্মদিন। জন্মদিন পালন না করলেও ভক্ত-বন্ধু মহল থেকে শুভেচ্ছা ঠিকই পেয়েছেন তিনি। শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্ইুটারে টুইট অনুরোধ জানিয়েছেন টেন্ডুলকার।

টেন্ডুলকার লিখেন, ‘শুভেচ্ছা জানানার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি যখন ক্রিকেট খেলতাম তখন আপনারা সবসময় আমার জন্য প্রার্থনা করেছেন, আমি যেন উইকেটে থাকি এবং আউট না হই। আজ আমি আপনাদের সবার কাছে একটি অনুরোধ করছি, আপনারাও কেউ বের হবেন না। সকলে ঘরে থাকুন ও সুস্থ থাকুন।’

করোনাভাইরাস মোকাবেলায় গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিল ও মহারাষ্ট্র সরকারের তহবিলে ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ১শটি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। এছাড়াও মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এক মাসের জন্য ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থাও করেছেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক।

প্রাণঘাতি করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৮২৫ জন এবং ভালো হয়েেছেন ৫ হাজার ৯৩৯ জন। এছাড়া প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

শচীনকে টপকে যাওয়ার প্রতিভা আছে কোহলির

শচীনকে টপকে যাওয়ার প্রতিভা আছে কোহলির

স্লেজিং করে লজ্জিত, অতপর শ্রদ্ধা

স্লেজিং করে লজ্জিত, অতপর শ্রদ্ধা

টেন্ডুলকার-সৌরভ দিলেন ৫০ লাখ, ধোনি ১ লাখ

টেন্ডুলকার-সৌরভ দিলেন ৫০ লাখ, ধোনি ১ লাখ