বিশ্বকাপের সোনার মেডেল হারিয়ে ফেলেছেন আর্চার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৬ এপ্রিল ২০২০
বিশ্বকাপের সোনার মেডেল হারিয়ে ফেলেছেন আর্চার

ফাইল ছবি

ইংল্যান্ডের প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জয়ের দলের অন্যতম কার্যকরী সদস্য ছিলেন জোফরা আর্চার। তারই বদৌলতে ব্যক্তিগত সোনার পদক পেয়েছেন তিনি। খারাপ খবর হচ্ছে, সম্প্রতি বাসা পরিবর্তন করতে গিয়ে তা হারিয়ে ফেলেছেন তিনি। যা খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তিনি।

২০১৯ সালে বিশ্বকাপ জয়ের আগে মানুষ খুব একটা চিনতো না আর্চারকে। কেবলমাত্র যারা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফলো করেন তারাই কেবল চিনতেন ভালোভাবে। তবে ২০১৯ বিশ্বকাপে হিরো বনে গেছেন তিনি, যাবেন ই না কেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ২৩.০৪ গড়ে নিয়েছেন সর্বোচ্চ ২০ উইকেট। সেই সাথে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্তভাবে শেষ করেন সুপারওভারটি।

তাকে যে সুপারওভারটা করতে হবে এটি আর্চার জানতে পারেন অনেক পরে, ‘ওখানে যাওয়া এবং ওয়ার্মআপ করার আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না আমাকেই ওটা করতে হবে। তবে তার মানে এই নয় যে আমি অনিচ্ছুক ছিলাম। আমি আসলে ভাবতে পারিনি যে দায়িত্বটা আমাকেই নিতে হবে।

কারণ দলে মাত্রই ঢোকার আগে স্কোয়াডের মধ্যে সবচেয়ে কম ক্রিকেট খেলেছি আমি। তাছাড়া ওই টাই ছিল টুর্নামেন্টের একমাত্র সুপার ওভার। যে জন্য ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। ব্যাপারটি আসলে ঘটে গেছে।’

অবিস্মরণীয় অর্জনের ওই দিনটির সবচেয়ে বড় স্মারকটির প্রসঙ্গ উঠতেই বিবিসি রেডিও ৫ লাইভকে আর্চার জানান মেডেলটি হারিয়ে গেছে।

তিনি বলেন, ‘কেউ একজন আমার একটি পোর্ট্রেট (প্রতিকৃতি) করে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। দেয়ালে ওটার সঙ্গেই ঝোলানো ছিল মেডেলটি। ফ্ল্যাট বদলে নতুন ফ্ল্যাটে উঠেছি, নতুন দেয়ালে আমার ছবি আছে কিন্তু মেডেলটি নেই। এক সপ্তাহ ধরে বাসার ওপর-নিচে খুঁজে দেখছি, কিন্তু এখনও পাইনি। খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে নিলামে আসছেন মাশরাফি

প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে নিলামে আসছেন মাশরাফি

চড়া দামে বিক্রি হলো লোকেশ রাহুলের ক্রিকেট স্মারক

চড়া দামে বিক্রি হলো লোকেশ রাহুলের ক্রিকেট স্মারক

দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন গ্রায়েম ওয়াটসন

দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন গ্রায়েম ওয়াটসন

দশদিনেই প্রেমিককে ছেড়ে দিলেন নেইমারের মা

দশদিনেই প্রেমিককে ছেড়ে দিলেন নেইমারের মা