করোনাভাইরাসের সঙ্কটকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ক্রিকেট স্মারক নিলামে তুলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল। ভারতীয় সমর্থক গোষ্ঠী ভারত আর্মির মাধ্যমে সম্পন্ন হয় নিলাম। যেখানে লোকেশ রাহুলের ৭ ক্রিকেট স্মারক বিক্রি হয় প্রায় ৮ লাখ ভারতীয় রুপিতে।
ইংল্যান্ড বিশ্বকাপে খেলা তার একটি এসজি ব্যাট, একজোড়া প্যাড, একজোড়া গ্লাভস, জার্সি নিলামে তুলেন। যেখানে বিশ্বকাপের স্মারক ছাড়াও ছিল টি-টোয়েন্টি ও টেস্টের একটি করে জার্সি। সব মিলিয়ে ৭ টি স্মারক বিক্রি হয় মোট ৭,৯৯,৫৭২ রুপিতে।
যেখানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির জার্সি তিনটি বিক্রি হয় যথাক্রমে ১,১৩,২৪০ রুপি, ১,৩২,৭৭৪ রুপি, ১,০৪,৮৪২ রুপি। ব্যাট ২,৬৪,২২৮ রুপি, এক জোড়া প্যাড ৩৪,০২৮ রুপি ও গ্লাভস জোড়া বিক্রি হয় ২৮,৭৮২ রুপিতে। নিলাম থেকে উপার্জিত সব টাকা দেওয়া হচ্ছে 'আওয়ার ফাউন্ডেশনে'। যা ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।
THANK YOU to all those who took part in our auction to support vulnerable children in India during #covid_19 with our collaboration partner @GullyLiveFast and @klrahul11 .
— The Bharat Army (@thebharatarmy) April 25, 2020
All together we managed to raise almost 8 Lakhs! (£8.5k) pic.twitter.com/LdtTWAmWMu
এর আগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। যা বিক্রি হয় ৬৫ লাখ পাউন্ডে। এছাড়া বিশ্বকাপে খেলা এসজি ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। যা বিক্রি হয় বাংলাদেশি টাকায় ২০ লাখ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]