চড়া দামে বিক্রি হলো লোকেশ রাহুলের ক্রিকেট স্মারক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৫ এপ্রিল ২০২০
চড়া দামে বিক্রি হলো লোকেশ রাহুলের ক্রিকেট স্মারক

ফাইল ছবি

করোনাভাইরাসের সঙ্কটকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ক্রিকেট স্মারক নিলামে তুলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল। ভারতীয় সমর্থক গোষ্ঠী ভারত আর্মির মাধ্যমে সম্পন্ন হয় নিলাম। যেখানে লোকেশ রাহুলের ৭ ক্রিকেট স্মারক বিক্রি হয় প্রায় ৮ লাখ ভারতীয় রুপিতে।

ইংল্যান্ড বিশ্বকাপে খেলা তার একটি এসজি ব্যাট, একজোড়া প্যাড, একজোড়া গ্লাভস, জার্সি নিলামে তুলেন। যেখানে বিশ্বকাপের স্মারক ছাড়াও ছিল টি-টোয়েন্টি ও টেস্টের একটি করে জার্সি। সব মিলিয়ে ৭ টি স্মারক বিক্রি হয় মোট ৭,৯৯,৫৭২ রুপিতে।

যেখানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির জার্সি তিনটি বিক্রি হয় যথাক্রমে ১,১৩,২৪০ রুপি, ১,৩২,৭৭৪ রুপি, ১,০৪,৮৪২ রুপি। ব্যাট ২,৬৪,২২৮ রুপি, এক জোড়া প্যাড ৩৪,০২৮ রুপি ও গ্লাভস জোড়া বিক্রি হয় ২৮,৭৮২ রুপিতে। নিলাম থেকে উপার্জিত সব টাকা দেওয়া হচ্ছে 'আওয়ার ফাউন্ডেশনে'। যা ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

এর আগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। যা বিক্রি হয় ৬৫ লাখ পাউন্ডে। এছাড়া বিশ্বকাপে খেলা এসজি ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। যা বিক্রি হয় বাংলাদেশি টাকায় ২০ লাখ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে নিলামে আসছেন মাশরাফি

প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে নিলামে আসছেন মাশরাফি

দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন গ্রায়েম ওয়াটসন

দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন গ্রায়েম ওয়াটসন

দশদিনেই প্রেমিককে ছেড়ে দিলেন নেইমারের মা

দশদিনেই প্রেমিককে ছেড়ে দিলেন নেইমারের মা

সাকিব-শিশিরের ঘরে এলো দ্বিতীয় কন্যা

সাকিব-শিশিরের ঘরে এলো দ্বিতীয় কন্যা