দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে অসহায়-দুস্থদের সহায়তা করে আসছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দেশের ক্রিকেটের ১৬ বছরের ক্যারিয়ারে যেসব ক্রিকেট সরঞ্জামাদি তার পছন্দের সেগুলো নিলামে তুলে আর্থিক সহায়তায় এগিয়ে আসতে চান মাশরাফি। ‘অকশন ফর অ্যাকশন’-এর সহ-প্রতিষ্ঠাতা প্রিতো রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। সেখানে তার ব্যাটটি ২০ লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। এবার তহবিল গঠনে সেখানে নিজের ‘প্রিয়’ ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন মাশরাফি।
প্রিতো রেজা বলেন, ‘মাশরাফি তার পছন্দের কিছু সরঞ্জামাদি নিলাম করবেন বলে আমাদের জানিয়েছেন। গত ১৬ বছর ধরে যেগুলো তিনি নিজের কাছে রেখেছিলেন, তবে কী কী সরঞ্জামাদি মাশরাফি নিলাম করবেন তা এখনো নিশ্চিত করেননি। মাশরাফি জানালে আমরা সবাইকে জানাবো।’
ইংল্যান্ড বিশ্বকাপে যে ব্যাট দিয়ে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন সাকিব, সেই ব্যাটটি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে নিলামে তুলেছিলেন তিনি। যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। নিলামে সেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়।
সাকিব ছাড়াও মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলও তাদের প্রিয় ব্যাট নিলামে তুলবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের হয় প্রথম ডাবল সেঞ্চুরি করা নিলামে তুলবেন মুশফিক।
মোহাম্মদ আশরাফুল দু’টি ব্যাট নিলামে তুলবেন। এর মধ্যে একটি হলো- টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করা ব্যাট। সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান রেকর্ড গড়েছিলেন অ্যাশ। অন্যটি হলো- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি।