দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন গ্রায়েম ওয়াটসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০
দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন গ্রায়েম ওয়াটসন

ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষ হার মানলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৪৫ সালের ৮ মার্চ ভিক্টোরিয়াতে জন্মগ্রহণ করা ওয়াটসন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন। ১৯৭৭ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ার শেষ করেন ওয়াটসন।

১৯৬৭ থেকে ১৯৭২ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ৯৭ ও ওয়ানডেতে ১১ রান করেছেন। টেস্টে ৬টি ও ওয়ানডেতে ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ভিন্ন রাজ্যদলের হয়ে শেফিল্ড শিল্ডে খেলেছেন ওয়াটসন। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ইনজুরিতে ভুগেছেন তিনি।

১৯৭১-৭২ মৌসুমে টনি গ্রেগের এক বিমারে বড় ধরনের ইনজুরিতে পড়েন ওয়াটসন। পরে চিকিৎসকরা তাকে খেলা ছাড়তে বলেছিলেন। তবে পরে আবারও মাঠে ফিরেন। ১৯৭২ সালে ইংল্যান্ড সফরে দু’টি টেস্ট খেলেন ওয়াটসন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন সানা মীর

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন সানা মীর

ক্রিকেটের স্থগিতাদেশ বাড়ালো ইংল্যান্ড

ক্রিকেটের স্থগিতাদেশ বাড়ালো ইংল্যান্ড