দ্বিতীয় সন্তানের বাবা হলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমবারের সন্তানের পর সাকিব-শিশিরের ঘরে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় কন্যা সন্তান প্রসব করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন সাকিবের মা।
দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন, চলতি মাসের শুরুর দিকেই এমন ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। ৭ এপ্রিল সাকিব আলাইনার একটি ছবি ফেবসুকে পোস্ট করে সাকিব ক্যাপশনে লিখেছিলেন ‘বিগ সিস্টারহুড’।
অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। প্রত্যাশিত তারিখ অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে পৃথিবীতে এলো নতুন অতিথি। তবে দ্বিতীয় কন্যা সন্তানের নাম কী রাখা হবে তা এখনও জানা যায়নি।
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। বিয়ের তিন বছর পর ২০১৫ সালের ৯ নভেম্বর তারকা দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা আলাইনা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]